সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা ও জাতীয় শিশু দিবস পালিত

বগুড়া সংবাদ :  বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসনের নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলী অর্পন করেন সংসদ সদসবৃন্দ, জেলা প্রশাসক সহ তাঁর কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।পরে সকাল ১১ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো: মজিবর রহমান মজনু, প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু । বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।এছাড়া দিনব্যাপি বিভিন্ন সংগঠন কর্মসুচি পালন করেছে।

Check Also

কাহালুতে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ অব্যাহত

বগুড়া সংবাদ : বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমান বিপিএএ এর সার্বিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *