সর্বশেষ সংবাদ ::

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা

বগুড়া সংবাদ :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব বিভিন্ন কর্মসুচি পালন করেছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন ক্লাবের নেতৃবৃন্দ। পরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম
বাবু, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা, দপ্তর সম্পাদক শফিউল আজম কমল প্রমুখ। এর আগে পুস্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্লাবের সদস্য মমিনুর রশিদ সাইন, গোলজার রহমান মিটু
প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই নয়, তিনি বিশ্বের সকল নিপীড়িত-শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায় ও মুক্তির অগ্রনায়ক। হাজার
বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিব আমাদের চেতনা। তিনি সব বাঙালির অনুপ্রেরণা। যত দিন বাংলাদেশ নামে দেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, বাংলা সংস্কৃতি ও সভ্যতা থাকবে, তত দিন শেখ মুজিব নামটি সোনার অক্ষরে লেখা থাকবে বাঙালি জাতির ইতিহাসের পাতায় পাতায়। তিনি চিরঞ্জীব, চির অম্লান হয়ে থাকবেন এ দেশের প্রতিটি মানুষের মণিকোঠায়। দেশের প্রকৃত ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সম্পর্কে সকলকে শিক্ষা গ্রহনের জন্য আহবান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Check Also

কাহালুতে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ অব্যাহত

বগুড়া সংবাদ : বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমান বিপিএএ এর সার্বিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *