বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্হানগড়ের ব্যবসায়ীবৃন্দের এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মহাস্হানগড় ও আশপাশের এলাকার অন্তত দুই হাজার ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ব্যবসায়ীরা একযোগে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের অটল সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।
বৃহস্পতিবার দুপুর ১ টায় ব্যবসায়ী আলহাজ্ব ফরহাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মীর শাহে আলম বলেন, শিবগঞ্জের ব্যবসায়ী সমাজ সবসময় গণতন্ত্র, ন্যায্যতা ও মানুষের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। ধানের শীষ মানেই জনগণের মুক্তি, ধানের শীষ মানেই দেশের অর্থনীতি ও ব্যবসার নিরাপত্তা।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।
এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
