

বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বগুড়ার শিবগঞ্জে চেয়ারম্যান এ্যাসোসিয়শনের উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ যোহর উপজেলা পরিষদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেয়ারম্যান এ্যাসোসিয়শনের সভাপতি ও আটমুল ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন চেয়ারম্যান এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, আব্দুল মোত্তালেব মোল্লা, আলাউদ্দিন, ফাইমা আক্তার, সচিব হেলাল উদ্দিন, উপজেলা মহিলাদলের সভানেত্রী মিনারা বেগমসহ ইউপি সদস্য, সুধীজন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা