সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে জুট মিলে কর্মরত তরুণীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বগুড়া সংবাদ:  বগুড়ার শিবগঞ্জে জুট মিলে কর্মরত এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী তরুণী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। কাজের সুবাদে তিনি মালাহার গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের বাসায় ভাড়া থাকতেন। গত ১৯ ডিসেম্বর দিনগত রাতে বাসার মালিক ডিপুল ওরফে বিপুল(৩০) এবং তার সহকারী অজ্ঞাত দুইজন ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। পরে তারা ভুক্তভোগীর মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে ভয়ে কাউকে কিছু না বলে ভুক্তভোগী নিজ বাড়িতে চলে যান। সেখানে গিয়ে ঘটনাটি তার বাবাকে জানালে স্থানীয়দের পরামর্শে গতরাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Check Also

দুপচাঁচিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *