বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুরে গাবতলী প্রেস ক্লাবের উদ্যোগে হামিদপুর আল কোরআন হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, গাবতলী পৌর ওলামা দলের আহ্বায়ক আলমঙ্গীর হোসেন আলম, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজারসহ গাবতলী উপজেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সংবাদ ডটকমের মো. জাহাঙ্গীর আলম লাকী, জয়যুগান্তরের নজরুল ইসলাম, বার্তা কণ্ঠের আমিনুল ইসলাম, আনন্দ টিভির শামিম ইসলাম, কালবেলার রিয়াজ মাহমুদ, বরেন্দ্র নিউজের তোহাব রহমান, প্রতিদিনের কাগজের আহসান হাবিব শিবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র মাদ্রাসার হুজুর এবং শিক্ষার্থীরা। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
