
বগুড়া সংবাদ : বগুড়া জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত সদস্যদের হেফাজতে থাকা শর্টগানের ৪টি গুলি, হাসুয়া, তালাকাটার যন্ত্র, লোহার পাইপ উদ্ধার ও একটি ট্রাক আটক করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নারায়নগঞ্জ এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-নোয়াখালি জেলার ফকিরহাট এলাকার ইউসুফ (৪৮) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার মোদাচ্ছের (২৩)। পুলিশ বলছে তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া সদর থানায় প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর এসব তথ্য জানান।
জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাত প্রায় ২টার সময় বগুড়া শহরের কালিতলা এলাকার এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজ ও বগুড়া সিএনজি ফিলিং স্টেশন কার্যালয়ে ডাকাতদল হানা দেয়। ডাকাতদল বগুড়া সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত গার্ড কর্মচারীদেরকে হাত, পা, মুখ বেধে মারপিট করে অস্ত্রেরমুখে নগদ ৪৩ হাজার ৩৮২ টাকা, তুর্কীর তৈরি একটি বারবোর শটগান, শর্টগানের ১০ রাউন্ড কার্তুজ (লেডবল) লুট করে নিয়ে যায়। খবর পেয়ে নৈশ্যকালিন টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল কৌশলে ট্রাকে করে পালিয়ে যায়। এরপর পুলিশ সদস্যরা ট্রাকের পেছনে ধাওয়া করে। পরে ট্রাকটি বগুড়া শহরের বনানী মোড় হয়ে মহাস্থানগড়ের দিকে পালিয়ে যেতে থাকে। পুলিশ পিছু ধাওয়া করে বগুড়া-রংপুর সড়কের বাঘোপাড়া এলাকায় পৌঁছালে পুলিশের গাড়িতে হামলা করে ডাকাতদল। এসময় পুলিশ সদস্যরা শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়লে ট্রাক থামিয়ে ডাকাতদল মহাসড়কের পাশের জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। ডাকাতদলের ফেলে যাওয়া ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৩টি মোবাইল ফোন, চার রাউন্ড গুলি, তালা কাটার যন্ত্র, গ্যাস কাটারসহ সিলিন্ডার, চারটি ধারালো হাসুয়া, রড ৩টি, একটি প্লাস উদ্ধার করা হয়। এঘটনায় ওই দিনই মোঃ শাহ আলম (৫২) বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন ডাকাতের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা দায়ের করেন। বিভিন্ন তথ্য উপাত্ত ব্যবহার করে পুলিশ বুধবার নারায়নগঞ্জ জেলা থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর বলেন, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
