সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে ইটভাটা মালিকের কাছে কৃষি জমির টপসয়েল বিক্রির অভিযোগ

 

বগুড়া সংবাদ : সারিয়াকান্দিতে   বেশি মুনাফার আশায় ইটভাটা মালিকের কাছে   কৃষি জমির টপসয়েল বিক্রির অভিযোগ উঠেছে।

মাঝবাড়ী গ্রামের অসাধু  কৃষক মিজানুর রহমান পিন্টু, জিয়াউর রহমান ও  আবু বক্কর সিদ্দিক এসব আবাদি জমির টপসয়েল( মাটির উপরের স্তর) বিক্রি করেছেন।
এতে জমিগুলো ১/২ ফিট  নিচু হয়ে যাচ্ছে । অন্য কৃষকদের জমির ওপর দিয়ে  জোরপূর্বক রাস্তা নির্মাণ করে  ট্রাক দিয়ে মাটি ইটভাটায় নিয়ে যাচ্ছে। এতে ওইসব কৃষি  জমির জৈব পর্দাথ ও  উবর্রতা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে এসব কৃষি জমির পুষ্টি উপাদান, বায়ু চলাচল ও পানি ধারন ক্ষমতা কমে যাবে। ফসল উৎপাদন কমে যাবে।
এসব কৃষিজমির মাটি কাটতে বাঁধা দিয়েও কােন প্রতিকার হচ্ছে না।
কৃষক শহিদুল ইসলাম মজনু জানান, কৃষি জমি  থেকে দেদারসে ইটভাটায়  মাটি বিক্রি করা হচ্ছে । এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ-ব্যাপারে জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, কৃষিজমি থেকে টপ সয়েল কেটে বিক্রি করার  কোনও সুযোগ নেই। কৃষিজমির টপ সয়েল কাটা বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

শিবগঞ্জে উপজেলা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *