সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় অসহায় এক নারীর সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : পল্লী এলাকার অসহায় এক বিধবা নারী সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সোনাতলা প্রেসক্লাবে সংবাদ করেন। নারীটি উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী শেফালী বেগম। তিনি সংবাদ সম্মেলনে বলেন, দলিল ও রেকর্ড মূলে আমার শ্বশুর ঘেরু প্রামানিক ওরফে হাফিজুর রহমানের নামে পদ্মপাড়া মৌজার ১৩৭০ নম্বর দাগের জমি বৈধভাবে নথিভূক্ত রয়েছে। জমিটির ওপর আমাদের পারিবারিক প্রাপ্য অংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি আদালতে বাটোয়ারা মামলার মাধ্যমে নিষ্পত্তি হয় ও বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দেন। রায় অনুযায়ী উক্ত দাগের মধ্য থেকে আমরা মোট ১৮.১৫ শতাংশ জমির বৈধ মালিক ও প্রাপ্য অংশীদার। আদালতের রায় থাকা সত্বেও আমাদের প্রাপ্য জমি বিবাদী মোকছেদ বেপারীর ছেলে শফিকুল ইসলাম ও শহিদ মিয়া জোরপূর্বক দখলে নিয়েছে। শুধু তাই নয় বিবাদীরা আমাদের উক্ত জমিতে যেতে বাঁধা প্রদান, বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানী করছে। শেফালী বেগম আরো বলেন, আমি বিধবা অসহায় নারী হিসেবে স্থানীয়ভাবে সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি ও উল্টো আমার ওপর বেপরোয়া হয়ে উঠে। ফলে আমি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবন যাপন করছি। শেফালী বেগম তার জমিটি বুঝে পেতে, নিরাপত্তায় থাকতে ও উল্লেখিত অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেছেন।

Check Also

বগুড়ায় আল আযহার একাডেমীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  বগুড়া সংবাদ :  বগুড়ায় আল আযহার একাডেমীর উদ্যোগে “আল আযহার বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা-২০২৫” …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *