বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মাশারফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার দুপুরে তিনি বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাসপিয়া তাসরিন-এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মানান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান ছলিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নছর উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মামিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রঞ্জু, কালাই ইউপি চেয়ারম্যান জাবায়দুল ইসলাম সবুজ, পাইকড় ইউপির প্যানেল চেয়ারম্যান খায়রুল আলম ঘুটু, জামগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর আলম কামাল, বিএনপি নেতা শাহজাহান আলী, শফিক তালুকদার, শাহিনুর ইসলাম, দেলোয়ার হোসেন বাদল, ফরিদ আলম, জিল্লুর রহমান খান মিটু, মকবুল হোসেন, আব্দুর রশিদ, কারবান আলী, মুনসুর রহমান, ইদ্রিস আলী, আবু তালেব সাকি, আব্দুস সবুর খান, এ কে এম রায়হান, মাকছুদুর রহমান মঞ্জু, বিল্লাল হোসেন, আব্দুল মানানসহ বহু নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাকন খান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মদ ফাহিম, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জার আল গাফারী, যুগ্ম আহ্বায়ক নাজমুস শাহাদত নয়নসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
