সর্বশেষ সংবাদ ::

শেরপুরে শীতের তীব্রতায় পুরাতন কাপড়ের দোকানে নিম্ন আয়ের ক্রেতার ভিড়

বগুড়ার শেরপুরে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। ফলে নিম্ন আয়ের মানুষজন এক টুকরো গরম কাপড়ের জন্য ভিড় জমাচ্ছে ভ্রাম্যমাণ পুরাতন কাপড়ের দোকানে। প্রতিদিন বিকাল থেকে শেরপুর বাসস্ট্যাডের ফুটপাত ও প্রতি সোমবার ও বৃহঃবার শেরপুর বারোদুয়ারী হাটে ভ্রাম্যমাণ শীতের কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ধনীরা বিভিন্ন নামি-দামি মার্কেট থেকে গরম কাপড় কিনতে পারলেও গরিব ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা শেরপুর বাসস্ট্যান্ড ফুটপাতের ভ্রাম্যমান দোকান ও শেরপুরের বারোদুয়ারী হাটের ভ্রাম্যমান কাপড়ের দোকানে বিক্রি করা শীতের কাপড়। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত সোমবার শেরপুরের বারদুয়ারী হাটে ভ্রাম্যমাণ পুরাতন শীতের কাপড়ের দোকানে শীতবস্ত্র কিনতে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমাচ্ছেন। স্থানীয় বিক্রেতরা জানায়, পুরাতন জ্যাকেট, সোয়েটার, মাফলার, মোজা ও কোটি বিক্রি করে থাকেন তারা। বারোদুয়ারী হাটে ভ্রাম্যমাণ বিক্রেতা লুৎফর (৫০) জানান, এ মার্কেটে ক্রেতাদের সামর্থ্যমতো বিভিন্ন দামে শীতের কাপড় পাওয়া যায়। ২ শত টাকা থেকে ৫শত টাকার মধ্যে জ্যাকেট, ১শত থেকে ২শত টাকার মধ্যে জাম্পার, সোয়েটার আমরা বিক্রি করে থাকি। স্থানীয় বারোদুয়ারী হাট থেকে একটি পুরাতন জাম্পার ও হাত মোজা ক্রয় করে ফেরার পথে অটো ভ্যানচালক নায়েব আলীর সাথে দেখা হলে তিনি জানান, “সকালে ভ্যান নিয়্যা বারালে শীতে কাহিল অয়া যাই। মনে করছিল্যাম কম ট্যাহার মোদে একটো জ্যাকেট কিনমু কিন্তু তা আর ওইলো না, একটো জামপার আর মুজা কিনল্যাম। এবার দেহি শীতে পুরান কাপড়ের দাম আরও বেশি”। বারোদুয়ারী হাটে হাজারো নিম্ন আয়ের মানুষ কাপড় কিনতে এখানে ভিড় জমান। অনেক কম দামে এখানে শীতের কাপড় বেচা-কেনা হওয়ায় ক্রেতারা ছুটে আসেন।
গেল ৪৮ ঘণ্টায় শেরপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। শেরপুর উপজেলার ছিন্নমূল মানুষগুলো এক টুকরো গরম কাপড়ের জন্য তাকিয়ে থাকে সরকার কিংবা সমাজের বিত্তবানদের দিকে। তবে সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় নি¤œ আয়ের মানুষ কাপড় কিনতে ছুটছে পুরাতন কাপড়ের দোকানে।

Check Also

সারিয়াকান্দিতে ইটভাটা মালিকের কাছে কৃষি জমির টপসয়েল বিক্রির অভিযোগ

  বগুড়া সংবাদ : সারিয়াকান্দিতে   বেশি মুনাফার আশায় ইটভাটা মালিকের কাছে   কৃষি জমির টপসয়েল বিক্রির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *