সর্বশেষ সংবাদ ::

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়ায় ছাত্রদলের স্বাগত মিছিল

বগুড়া সংবাদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় স্বাগত মিছিল করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের শহীদ খোকন পার্ক থেকে বের হয়ে ইয়াকুবিয়া মোড় দিয়ে সাতমাথায় এসে শেষ হয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর নিজের দেশে ফিরছেন। তাঁর আগমনে নেতাকর্মীসহ দেশের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারেক রহমানকে একটি বার দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে রয়েছেন।

Check Also

সোনাতলায় তিনজন এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া সংবাদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে এমপি পদে নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *