সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় বিজয় দিবস উপলক্ষে ব্যস্তর মাঝে সময় কাটালো ফুল ব্যবসায়ীরা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা সদর থেকে পূর্ব দিকে অবস্থিত সোনাতলা উপজেলা। এক সময় সোনাতলায় যেকোনো জাতীয় দিবস,বিশেষ দিবস ও অন্যান্য অনুষ্ঠান করার জন্য যখন নানা রকম ফুল,ফুলের তোড়া ফুলের মালা কিংবা পুষ্পমাল্যের প্রয়োজন হতো তখন যাতায়াত খরচসহ অন্যান্য কাজে টাকা ব্যয় করে কষ্ট করে হলেও সোনাতলা থেকে সুদুর বগুড়া জেলা সদরে যেতে হয়েছে। সেখান থেকে বেশি টাকায় কিনতে হয়েছে ফুলের তোড়া কিংবা ফুলের মালা। এখন আর সেই কষ্ট করতে হয় না। হাতের কাছে প্রায় সব সময় পাওয়া যায় নানা প্রকার ও নানা রঙের পছন্দের ফুল। যেমন পছন্দ তেমন তৈরি করে নেয়া হয় ফুলের মালা,ফুলের তোড়া, ফুলের স্টিক ও পুষ্পমাল্য ইত্যাদি। সোনাতলাবাসী কিংবা সোনাতলায় বিভিন্ন কর্মে নিয়োজিত মানুষের সুবিধার্থে ও অর্থ আয়-রোজগার করতে সোনাতলা বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ সৈকত চত্বরের পাশে ফুলের দোকান বসিয়েছেন দুইজন। একজন হলেন মফিজুল হাসান মাছুম। তার ফুলের দোকানের নাম গ্রীণ লীভ্স। তিনি এবার মহান বিজয় উপলক্ষে ৫০ হাজার টাকার ফুল ও প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র কিনেছেন। পুষ্পমাল্য তৈরির অর্ডার পেয়েছেন ৫০টি। এখান থেকে আয় করবেন ২২ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা। তাকে কাজে সহযোগিতা করেন ৫ জন। অপর ফুল ব্যবসায়ী হলেন নুর আলম। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম নুর আলম ফুলঘর। তিনি এবার প্রায় ৪০টি পুষ্পমাল্য তৈরির অর্ডার পেয়েছেন। তার ধারণা তিনি এবার প্রায় ২০ হাজার টাকা আয় করবেন। কর্মচারী হিসেবে তাকে কাজে সহযোগিতা করেন ১২ জন। নুর আলম বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার পুষ্পমাল্য তৈরির কাজের অর্ডার কম। তারপরও কিছু লাভ থাকবে।
ক্যাপশন

Check Also

বাংলাদেশের মানুষের এখন ঐক্যবদ্ধতা বড় প্রয়োজন- ভিসি কুদরত-ই-জাহান

বগুড়া সংবাদ: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান বলেছেন, বাংলাদেশের মানুষের এখন ঐক্যবদ্ধতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *