সর্বশেষ সংবাদ ::

বাংলাদেশের মানুষের এখন ঐক্যবদ্ধতা বড় প্রয়োজন- ভিসি কুদরত-ই-জাহান

বগুড়া সংবাদ: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান বলেছেন, বাংলাদেশের মানুষের এখন ঐক্যবদ্ধতা বড় প্রয়োজন। যিনি রাস্তা চেনেন, যিনি রাস্তা দেখাবেন এবং সেই রাস্তায় নিয়ে যাবেন আমাদেরকে। সেই ধরনের মানুষের বড়ই অভাব। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইঙ্গিত করে বলেন, আমাদের একজন ছিলেন যিনি রাস্তা দেখতে পেয়েছেন কিন্তু সময় পাননি সেই রাস্তা দিয়ে যাওয়ার। তাকে সময় দেওয়া হয়নি। সে কারনে দেশের মানুষকে বার বার খেসারত দিতে হচ্ছে।
তিনি গতকাল সোমবার বেলা ১২ টায় বগুড়া প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন।
বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া(জেইউবি) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রাহাত রিটু, সহ সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মির্জা সেলিম রেজা, সিনিয়র সদস্য আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদি, প্রত্যাশা প্রতিদিন সম্পাদক সেলিম রেজা, ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, এম আর সাইন, সুমন সরদার, রায়হান তালুকদার রানা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম শফিক, আব্দুুর রহিম, জাফর আহম্মেদ মিলন,শামীম আহম্মেদ, গোলজার হোসেন মিটু,মুক্তার শেখ, শহীদ খন্দকার মোফাজ্জল বারীর ছেলে ফরহাদুল বারী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং বগুড়ার গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করে বলেন, গণ মাধ্যম কর্মীদের সঠিক দিক নির্দেশনায় দেশ এগিয়ে যাবে।

Check Also

সোনাতলায় বিজয় দিবস উপলক্ষে ব্যস্তর মাঝে সময় কাটালো ফুল ব্যবসায়ীরা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা সদর থেকে পূর্ব দিকে অবস্থিত সোনাতলা উপজেলা। এক সময় সোনাতলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *