বগুড়া সংবাদ : সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশোনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পথের দিশা ভাসমান স্কুলের পক্ষ থেকে সোমবার বিকেলে বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসম উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক রেজাউল হক হেলাল, পথের দিশা ভাসমান স্কুলের স ভাপতি মহররম আলী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, স্কুলের পরিচালক মোস্তফা মোঘল, শিক্ষক বৃষ্টি আক্তারসহ অভিভাবক মন্ডলী। অনুষ্ঠানে ৬০ জন সুবিধা বঞ্চিত শিশুকে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয় পথের দিশা ভাসমান স্কুলে বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা রয়েছে। সেই সাথে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া সারা বছর এসব শিশুদের জন্য নানান আয়োজন করে থাকে পথের দিশা। স্কুলের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
