সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মতবিনিময় ও যুব সমাবেশ

বগুড়া সংবাদ : মাদক, সন্ত্রাস প্রতিরোধ এবং কর্মসংস্থান সৃজনের লক্ষ্যে বগুড়ায় মতবিনিময় ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় যুব ভবনের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে একটি সর্বগ্রাসী সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে মাদক। এটি একটি দেশ বা সমাজের অন্যতম মারাত্মক সমস্যা। আমাদের যুবসমাজের জন্য মাদক ও মাদকাসক্তি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এজন্য মাদক সন্ত্রাস মুক্ত দেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বেকার সমস্যা সমাধানে যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠিত করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাঃ জিললুর রহমান প্রমুখ।

Check Also

বগুড়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালালো মাদক মামলার আসামি

বগুড়া সংবাদ : বগুড়া শহরে মাদক মামলার এক আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন বনানী পুলিশ ফাঁড়ির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *