বগুড়া সংবাদ : রবিবার (১০ই মার্চ) আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার উদ্যোগে বিএসসি ইন নার্সিং (বেসিক ও পোষ্ট-বেসিক), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ১ম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ এবং বিএসসি ইন নার্সিং (বেসিক) ২য় ব্যাচ ও বিএসসি ইন নার্সিং (পোষ্ট-বেসিক) ১ম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪২ বগুড়া ৭ আসনের সংসদ সদস্য ডা. মোঃ মোস্তফা আলম নান্নু। বরেণ্য অতিথি হিসাবে উস্থিত ছিলেন আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরকার, আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার পরিচালক মোঃ সেলিম রেজা। সভাপতিত্ত্ব করেন আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার অধ্যক্ষ মোঃ মনজুর হোসেন।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ সামির হোসেন মিশু, মেডিকেল অফিসার ডাঃ সিবাত মাসনুভা,
আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার ভাইস চেয়ারম্যান ডা. মিজানুর রহমান, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ আরশে আরা বেগম, আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়ার পরিচালনা পরিষদ সদস্য মোঃ শামিম রেজা ও মোঃ জুলফিকার আলী বাবু সহ সকল শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ২য় অধিবেশনে ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Check Also
নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …