বগুড়া সংবাদ : বগুড়ায় র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মার্চ) রাত ৮ টার দিকে সদরের মাটিডালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ওই আসামির নাম আমিনুর রহমান ওরফে আমিনুল (৪৫)। তিনি দুপচাঁচিয়ার কইল এলাকার তায়নালের ছেলে।এর আগে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে ২৭০ বোতল ফেন্সিডিলসহ বগুড়ার উদ্দেশ্যে আসার সময় কালাই থানা পুলিশের হাতে আটক হয়। এরপর আসামির নামে কালাই থানায় মামলা দায়ের হয়। তবে ওই আসামির নামে এর আগেও বগুড়া সদর থানায় ২ টি অপহরণ মামলা ও দুপুচাঁচিয়া থানায় ৩ টি মাদক মামলা রয়েছে। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ২০০৯ সালের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাটিডালি এলাকায় অবস্থান করছে। তখন র্যাবের একটি চৌকস টিম রোববার (১০ মার্চ) সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করে। র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, একাধিক মামলার ওই আসামির ২০২৩ সালে আদালতের রায়ে যাবজ্জীবন সাজা হয়। এরপর র্যাবের অভিযানে তাকে বগুড়া সদরের মাটিডালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওই আসামিকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …