বগুড়া সংবাদ: (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীতে সানজিদুর শাকিল (২১) নামের এক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার সন্ধায় দূর্গাহাটা পাবলিক মাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।
জানা যায়, উপজেলা দূর্গাহাটা ইউনিয়নের নিজ দুর্গাহাটা গ্রামের রবিউলের ছেলে সানজিদুর শাকিলকে দুর্গাহাটা পাবলিক মাঠে ফুটবল খেলা দেখতেছিল। খেলা শেষে সন্ধায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা সাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় জনগণ আহত শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমান সে চিকিৎসাধীন অবস্থায় হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
