সর্বশেষ সংবাদ ::

সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের মাহফুজুর রহমান ও মুনজা বেগমকে নগদ অর্থ, শুকনো খাবার, শাড়ি, লুঙ্গি ও ঘর পুনরায় নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুজ্জামান মনি, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল খান রাজু, ফাপড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, নামুজা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম আর ইসলাম বিপ্লব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বাশার মানিক সহ নেতৃবৃন্দ। ভুক্তভেগীদের সাথে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা থেকে দু টায় তাদের বাড়িতে আগুন লাগে। ধারণা করা হয়েছে বিদ্যুতের শর্টসার্কিট কারণে আগুন লেগে। ঘুমন্ত অবস্থায় পরনের কাপড় ছাড়া কিছুই ঘর থেকে বের করা সম্ভব হয়নি। মহূর্তে সব কিছু পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সংবাদ পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা ঘটনারস্থল পরিদর্শন করেন ও তাদের খোঁজ খবর নেন এবং বুধবার দুপুরে নগদ অর্থসহ উপরোক্ত খাবার ও বস্ত্র
সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন।

Check Also

বগুড়ায় প্রথম ধাপে ৩টি উপজেলায় নির্বাচন রাত পোহালেই

বগুড়া সংবাদ : রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *