সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলায় ভিকটিম উদ্ধারপূর্বক মূল অপহরণকারী গ্রেফতার

বগুড়া সংবাদ : গত ২৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখ বগুড়া জেলার গাবতলী থানাধীন তরফমেরু এলাকায় কলেজ পড়ুয়া এক ছাত্রী কলেজে যাওয়ার পথে আসামী মোঃ শামীম হোসেন (২৮) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে গত ২৩/০১/২০২৪ ইং তারিখে বগুড়া জেলার গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে মামলা নং-১৬, তারিখ-২৫/০১/২৪, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) রুজু হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় কলেজগামী কোমলমতি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে ০৫ মার্চ ২০২৪ ইং তারিখ ২২৩০০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামী মোঃ শামীম হোসেন (২৮), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, সাং- প্রথমার ছেও, থানা- গাবতলী, জেলা- বগুড়া’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে ও ভিকটিমকে গাবতলী থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

Check Also

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের  উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে  ধান সংগ্রহের লটারী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *