সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাড়ির আঙিনা খুঁড়তে ৩ টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

 

বগুড়ায় বাড়ির আঙিনা খুঁড়তে ৩ টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ায় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনা থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার করা গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দুরত্বে রাখা হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ। বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘কয়েকদিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে৷ বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তে একসাথে তিনটা গ্রেনেড পাওয়া যায়৷ পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়কার।’বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ,  পিপিএম বলেন, ‘ তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।’

Check Also

বগুড়ায় পলিথিন কারখানায় অভিযান: ২৫ হাজার টাকা জরিমানা, ১০১৫ কেজি পলিথিন জব্দ

বগুড়া সংবাদ : বগুড়া জেলার সদর থানার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকায় অবস্থিত ‘টু স্টার প্রিন্টিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *