বগুড়া সংবাদ : সোমবার বগুড়া মাটিডালী উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাটিডালী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মাহবুব হামিদ তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী পিপিএম,বিপিএম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট
দলের সাবেক অধিনায়ক ও জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিম মিতু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বগুড়া জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম
আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন, মাটিডালী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আঃ আলীম,সহকারী শিক্ষক ফজলে রাব্বী, সহকারী সাইদুর রহমান সহ মাটিডালী উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক ও অতিথি বৃন্দ।
Check Also
বাংলাভিশনের ক্যামেরা পার্সন মতিউর রহমানের বাবার ইন্তেকাল
বগুড়া সংবাদ : বাংলাভিশনের বগুড়া অফিসের ক্যামেরা পার্সন ও বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য …