বগুড়া সংবাদ: বগুড়া সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শনিবার সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে পবিত্র সিরাতুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কাওয়ালী সন্ধ্যা অধ্যাপক সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সবুজের উপস্থাপনায় আলোচনা সভা ও কাওয়ালী সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন আলহাজ্ব হযরত মাওলানা বজলুর রশিদ মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মোখলেছুর রহমান মুকুল, আসাদুল ইসলাম আসাদ, মাহবুব আলম পাশা, মেহেদী হাসান, হাসান রুহুল, জুলকার নাঈম, মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে কাওয়ালী পরিবেশন করে বগুড়া সাংস্কৃতিক পরিষদের শিল্পী বৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
