সর্বশেষ সংবাদ ::

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধায় শেরপুর টাউনক্লাব পাবলিক মহিলা অনার্স কলেজ হলরুমে এ সভার আয়োজন করা হয়। শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মোহাম্মদ কাউছার কলিংন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আরেফিন ইমনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সেতু, সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন, শেরপুর পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক হাফিজুল ইসলাম শাওন, স্বেচ্ছা সেবক দল নেতা শফিউল আলম সবুজ,দুলাল শেখ, তাহেরুল ইসলাম, রাসেল মাহমুদ, এনামুল হক লায়ন, সালমান খান, রাজু আহম্মেদ, নাহিদ হাসান, চপল, লিমন, নুরুসহ ১০টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে থেকে কাজ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহŸান জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশের উন্নতি, গণতন্ত্রের মুক্তি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন

Check Also

বগুড়ায় ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

বগুড়া সংবাদ : বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *