সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ডোবা থেকে ৬টি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

বগুড়া সংবাদ :  বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের ছোট কুমিড়া ও ঝোপগাড়ি এলাকায় একটি ডোবা থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। এদিকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্য আতংক ছড়িয়ে পড়ে।
জানা যায়, এদিন দুপুরে মাছ মারার জন্য স্থানীয় এক যুবক ডোবাতে নামে। এসময় তার হাতে লোহার বলের মত কিছু একটা অনুভব হয়। পরে পানি থেকে তুলে দেখেন এটি গ্রেনেড। তাৎক্ষণিক তার পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ডোবার মধ্য আরো ৩টি গ্রেনেড খুঁজে পান। এরপর খবর পেয়ে থানা পুলিশ গ্রেনেডগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার এসআই শামিনুল ইসলাম জানান, স্থানীয় যুবকের ফোন পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে এসে ৪টি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে খোঁজাখুঁজি করে আরো ২টিসহ মোট ৬টি গ্রেনেড পাওয়া যায়। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা না আসা পর্যন্ত গ্রেনেডগুলো বালতির ভেতরে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, গ্রেনেড উদ্ধারের খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসলে বিষয়টি জানা যাবে।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *