সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ায় জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন মার্কেট থেকে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা ও থানা পুলিশের সমন্বয়ে অভিযানে এসব ধারালো অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।

রবিবার (২৭ জুলাই) সকালে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ধারালো অস্ত্র উদ্ধারের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান মালিকদের এসব অস্ত্র বিক্রি ও মজুদের বিষয়ে সতর্ক করা হয় এবং আইনগত দিকগুলো স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।

পাশাপাশি, সাধারণ মানুষকেও এই ধরনের অস্ত্রের অপব্যবহার ও এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাবতলীতে লিফলেট বিতরণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  জুলফিকার হায়দার গামার 

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *