সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মহাসড়কে সিএনজি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে থ্রি-হুইলার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঘাতক কাভার্ডভ্যান হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহত সিএনজি চালক আরাফাত হোসেন (২২) উপজেলার কাথম দক্ষিণপাড়ার শফিকুল ইসলামের ছেলে এবং যাত্রী হাওয়া বেগম (৪৫) বিশা গ্রামের নজরুল ইসলাম নজু হাজীর স্ত্রী। আহত পাঁচজন হলেন- কামুল্যা গ্রামের নূরুন নাহার (৩৫), নাফিয়া খাতুন (৭), কাওসার হোসেন সুমন (২৫), বিশা গ্রামের নজরুল ইসলাম নজু হাজী (৫০) এবং রুপিহার এলাকার ইউসুফ আলী (২৪)।

স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে বগুড়ার দিকে রওনা হন সিএনজি (থ্রি-হুইলার) চালক আরাফাত। পথিমধ্যে কুন্দারহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঘাতক কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে থানার সামনে দিয়ে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, ইজিবাইক, অটোভ্যানসহ নানা থ্রি হুইলার। ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চলাচলের কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিএনজির চালকসহ দুইজন মারা গেছেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হবে।

 

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *