সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় স্ত্রী হত্যা পরিকল্পনাকারী স্বামী প্রেমিকাসহ গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার উত্তর চেলোপাড়ায় আলোচিত পরকীয়া ও যৌতুকের দাবির জেরে নির্মমভাবে গৃহবধূ ববি খাতুন (২২) হত্যার পরিকল্পনাকারী স্বামী তার ও পরকীয়া প্রেমিকাকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার সাভার থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী স্বামী রোহান ও তার পরকীয়া প্রেমিকা মোছাঃ বেলী বেগমকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) এম আবুল হাশেম সবুজ।
তিনি জানান, গত ২৫মে রাতে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে ববিকে মারধর কর ও তার পেটে ছুরি মেরে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী রোহান।
পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ববির মা রোহানসহ ৬ জনকে আসামি করা হয়। রোহান ও বেলি বেগম মামলার ১ ও ৪ নম্বর পলাতক আসামি ছিলেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Check Also

কাহালুর বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : রোববার বাদ আছর বগুড়ার কাহালুর বারমাইল বাস টার্মিনাল জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *