বগুড়া সংবাদ : তরুণদের মাঝে ইসলামী আন্দোলনের আহ্বান ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনকে সভাপতি এবং ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাদী শফিককে সেক্রেটারি করে একটি কমিটি অনুমোদন করেছে শহর জামায়াত। বৃহস্পতিবার সকাল ৭.০০ টায় বগুড়া শহর জামায়াত কার্যালয়ে প্রতিনিধি সমাবেশের মাধ্যমে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এই কমিটি ঘোষণা করেন। পূর্ণাঙ্গ কমিটি হলো- সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, সহসভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী শফিক, সহ-সেক্রেটারি নামিরুল হক জার্জিস, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, কার্য্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, অধ্যাপক হারুনুর রশিদ, আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, মোস্তফা মোঘল, রফিকুল ইসলাম ও ফজলুল করিম বিপুল।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা ও বগুড়া শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক তরুণ আইনজীবি অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ।
সমাবেশে আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী যে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে সেই বিপ্লবের মূল শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের শ্রম, ঘাম আর রক্তের বিনিময়েই কাংখিত বিপ্লব সম্ভব। এজন্য জামায়াতে ইসলামী বর্তমানে তরুণদের প্রতি অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি যুত্নবান। আমাদের তরুণ-যুবকদেরকে ইসলামের ছায়াতলে এনে দেশ গঠনের কাজে লাগানোর দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
