সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জিলা স্কুলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে ভুলে ক্যারিয়ার বিষয়ে সকল পরীক্ষার্থীকে বি-গ্রেড দেওয়ায় ক্ষোভে বিক্ষোভ করছে পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বগুড়া সংবাদ : বগুড়ায় জিলা স্কুলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে ভুলে ক্যারিয়ার বিষয়ে সকল পরীক্ষার্থীকে বি-গ্রেড দেওয়ায় ক্ষোভে বিক্ষোভ করছে পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জিলা স্কুলের কেন্দ্রীয় ভুলের কারণে বগুড়ার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল, ওয়াইএমসি স্কুল ও বগুড়া পৌর হাইস্কুলের ৮৭৯জন পরীক্ষার্থীর খাতায় ক্যারিয়ার বিষয়ে অপ্রত্যাশিতভাবে বি-গ্রেড দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে দুপুরে ফলাফল প্রকাশের পর থেকেই বগুড়া জিলা স্কুল চত্বরে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন ।

ভুক্তভোগী শিক্ষার্থীরা শারমিন আক্তার জানান, ক্যারিয়ার বিষয়ের উত্তরপত্র মূল্যায়নে কেন্দ্রের ভুলের কারণে ৫০ নম্বরের এর জায়গায় ২৫ নম্বর দিয়ে ফলাফল প্রকাশিত হয়েছে। এটা কেন্দ্র থেকেই দেওয়া হয়। এটা মেনে নেওয়া যায় না। এতে করে ভালো কোন কলেজে ভর্তি হতে সমস্যা হবে। আমরা দ্রুত এর সমাধান চাই।

এক অভিভাবক বলেন, “আমার ছেলে স্কুলের মধ্যে প্রথম। স্কুল জীবনে কোনদিন দ্বিতীয় হয়নি। সে প্রতিটি পরীক্ষায় ভালো করেছে। কিন্তু আজ তার ফলাফল দেখে আমি হতবাক। সে সকল বিষয়ে ভালো নাম্বার পেয়েছে। শুধু ক্যারিয়ারে ৫০ মধ্যে ২৫ নাম্বার দেখলাম। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা এই জিলা স্কুলের দুর্নীতি। আজ এই ভুল যদি জিলা স্কুলের সাথে হতো তাহলে তারা কি বসে থাকতো। আমরা আজ স্কুলে এসেছি। দ্রুত এর সমাধান চাই।

বগুড়া জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন বলেন, আমরা রেজাল্ট প্রকাশের পরে বিষয়টি বুঝতে পারলাম। আমাদের কেন্দ্রে ৮৭৯ জন পরীক্ষার্থীদের ক্যারিয়ার সাবজেক্টে কমান্ডে ভুলে ৫০ নাম্মরের জায়গায় ২৫ হয়েছে। বিষয়টি আমরা সাথে সাথে শিক্ষা বোর্ডে যোগাযোগ করেছি আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে।

জিলা স্কুলে এই বিক্ষোভে অভিভাবকদের পাশাপাশি অন্যান্য স্কুলের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়। বিক্ষোভকারীরা দ্রুত ফল পুনর্মূল্যায়ন ও সংশোধনের দাবি জানান। এসময় প্রধান শিক্ষককে অবরুদ্ধ অবস্থা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে জেলা স্কুলের শিক্ষার্থীরা।

এবার এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ এর শীর্ষস্থান অর্জন করেছে বগুড়া জিলা স্কুল। দ্বিতীয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *