সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিদ্যুৎ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়া শহরে রবিউল ইসলাম বিদ্যুৎ শেখ হত্যা মামলার প্রধান আসামি বাবা-ছেলে’কে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দিবাগত সাড়ে ৩ টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার আজিজুলের ছেলে রনি (৩৮) ও আসামি রনির ছেলে রুকু (১৯)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যম’কে জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ১৩ জুন বিকালে বগুড়া শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় পূর্বশত্রুতার জেরে রড, এসএস পাইপ ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় দক্ষিণ বৃন্দাবনপাড়া এলাকার দুলাল শেখের ছেলে রবিউল ইসলাম বিদ্যুৎ শেখকে। এঘটনায় নিহত বিদ্যুৎ শেখের বাবা দুলাল শেক বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন৷

র‍্যাব আরো জানান, হত্যা মামলা হওয়ার পর থেকেই আসামি গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১২। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে র‍্যাব-১২ ও র‍্যাব-১ যৌথ অভিযানে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

,র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, গ্রেপ্তার এড়াতে আসামিরা এতদিন আত্মগোপনে ছিল। কিন্তু র‍্যাবের চৌকস টিমের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদেরকে বগুড়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *