সর্বশেষ সংবাদ ::

ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার কর্মীসভা ও জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : আজ বিকাল ৫টায় জেলা কার্যলয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের কর্মীসভা অনুষ্ঠিত  হয়েছে।

ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সভাপতি বায়েজিদ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয় ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় আলোচনা করেন সিপিবি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সহ-সভাপতি হুমায়ুন কবির, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সাবেক সভাপতি নাদিম মাহমুদ, সাবেক সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাংগঠনিক সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত প্রমুখ।
উক্ত কর্মিসভায় বক্তারা বলেন, “গত ১৫ বছর ধরে যে ফ্যাসিজম বাংলাদেশের বুকে গড়ে উঠেছিল, দেশজুড়ে যে অবিচার ও অরাজকতা তৈরি হয়েছিল তা থেকে মুক্তির জন্য জুলাই গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিল। কোটা সংস্কারের আন্দোলন থেকে
 স্বৈরাচার পতনের আন্দোলন শুরুর ১ বছর পূর্ণ হলো। যে বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন সেই বৈষম্য সবখানে লক্ষণীয়। চেয়ার আর চেহারার পরিবর্তন হয়েছে মাত্র। যে পরিবর্তন আশা করেছিলাম তার কোনোটাই হয়নি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি।
শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র ও সমাজ প্রগতি রক্ষার লড়াইয়ের পাশাপাশি জুলাই শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে হবে। জুলাই অভ্যুত্থানকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দেব না।”
উক্ত কর্মীসভার শুরুতে জুলাই অভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সভা শেষে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি এবং শহিদদের স্মরণে শহরের খোকন পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
সভা থেকে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা।

Check Also

ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় রাসেল মাহমুদ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *