সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

বগুড়া সংবাদ : বগুড়ার চারমাথা এলাকায় পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তির নাম রিপন মিয়া। তিনি বগুড়া শহরের উত্তর গদারপাড়া এলাকার আব্দুল মোমিনের ছেলে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল চারটার পর চারমাথা ফ্লাইওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার ব্রিজের নিচে এক ব্যক্তিকে পুলিশের পোশাক পরে শুয়ে থাকতে দেখে প্রথমে অনেকেই বিষয়টি আমল না নিলেও পরবর্তীতে তার আচরণে সন্দেহ হলে বিষয়টি বগুড়া সদর থানাকে জানানো হয়।

খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে উপশহর ফাঁড়ির এসআই সোহাগ জানান, “চারমাথা এলাকায় এক ভুয়া পুলিশকে আটকের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি প্রকৃতপক্ষে পুলিশ সদস্য নন। পরে তাকে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, ভুয়া পুলিশ পরিচয়ে কেউ যাতে প্রতারণা করতে না পারে সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে সজাগ থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, রিপনের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় রাসেল মাহমুদ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *