
বগুড়া সংবাদ : দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বগুড়ার কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
উক্ত জাতীয় ফল মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, কাহালু উপজেলা মৎস্য অফিসার নুর নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানভীর হাসান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ অন্যান্য উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।