
বগুড়া সংবাদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা.জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার সকালে সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের যুব সমাজের উদ্যোগে দমদমা-প্রশাদখালী সড়কে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, উপজেলা যুবদলের নেতা কারমান আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান মাজেদ, পৌর যুবদলের (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ আবিদ, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, পৌর ছাত্রদলের সমাজ সেবা বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন প্রমূখ।
বৃক্ষরোপণ শেষে জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, ডা. জোবাইদা রহমানের তুখোড় মেধাবী চিকিৎসক বিসিএসে (স্বাস্থ্য) প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী সরকার তাকে সে চাকরিতে থাকতে দেয়নি। তবুও তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এমএসসি অর্জন করেন। সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদক পেয়েছেন। আমরা আশাবাদী তিনি ভবিষ্যতে আবার বাংলাদেশের মানুষের জন্য তার মেধা ও দক্ষতা দিয়ে চিকিৎসা সেবায় অবদান রাখবেন।