সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে মাদকে বাধা দেওয়ায় মৎস্য চাষীকে  কুপিয়ে  জখম, দেশীয় অস্ত্রসহ  গ্রেফতার ৬

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে  মাদক ব্যাবসায় বাধা দেওয়ার মৎস্য চাষীকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। মঙ্গলবার দুপুরে মাদকের  হটস্পট হিসেবে পরিচিত উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে  মাচইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম নুর আলম (৩৫)। তিনি মাচইল গ্রামের জয়েন ফকিরের ছেলে। এঘটনায়  দেশীয় অস্ত্রসহ  ৬জনকে আটক করে  থানা পুলিশ। আটককৃতরা হলেন মোজাফ্ফর হেসেন এর ছেলে সুমন (৩২), জব্বার এর ছেলে মোজাফ্ফর হোসেন (৪৮), মোজাফ্ফর হোসেন এর ছেলে তৌহিদ (২০) সাকিব (২৩) মোজাফ্ফর হোসেন এর স্ত্রী শাহিনুর বেগম, মহাতাব হোসেন এর স্ত্রী তাজে বেগম (৪২)।   জানা যায়, নূর আলম (৩৫) এর সঙ্গে একই গ্রামের মোজাফ্ফর হোসেন এর ছেলে মাদক কারবারি হিসাবে পরিচিত সুমন গংদের সঙ্গে মাদক বাধা দেওয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ঘটনার দিন  দুপুরে নূর আলমকে একা পেয়ে সুমন গংরা দা ও হাসুয়া দিয়ে বেধরকভাবে মারপিট করে এবং  তার মাথায়  আঘাত করায় সে মাটিতে লুটিয়া পরে। এসময়  স্থানীয় লোকজনজন তাকে উদ্ধার করে বগুড়া শজিমেকে ভর্তি করে দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করে নেন। এঘটনায় নূর আলম এর বোন ফরিদা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। বাদী ফরিদা বেগম বলেন, আমার ভাই একজন মৎস্য ব্যবসায়ী। মাদক ব্যবসায় বাধা দিলে প্রতিপক্ষরা আমার ভাইকে মারপিট করে আহত করে। মামলার প্রেক্ষিতে রাতেই থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৬জন কে গ্রেফতার করেছেন।  এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এবিষয়ে রাতেই মামলা নেওয়া হয়েছে এবং ৬ জনকে গ্রেফতার করা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *