সর্বশেষ সংবাদ ::

কাহালুর বীরকেদার ইউনিয়ন ভূমি অফিসের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এ্যাসিলান্ড

বগুড়া সংবাদ :  সোমবার বেলা ১১ টায় বগুড়ার কাহালু উপজেলা বীরকেদার ইউনিয়ন প্রস্তাবিত ভূমি অফিস (ডেপুইল) এর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এক্রকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, কাহালু থানার এস আই জমসেদ আলী, বীরকেদার ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা শিখা খাতুন, বীরকেদার ইউ পি সদস্য যবিবর রহমান যবু সহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

 

Check Also

ধুনটে অগ্নিকাণ্ড কৃষকের বাড়ি পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ড এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *