
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সাথে এনজিও সমন্বয় ফোরামের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, কোষাধ্যক্ষ শাম্মী আক্তার প্রমূখ।
সভায় এনজিও সমন্বয় ফোরামের কর্মকাণ্ড আরও গতিশীল করার জন্য সার্বিক সহযোগিতা করতে চান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। নবাগত ইউএনওকে মত বিনিময় সভা শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।