
বগুড়া সংবাদ :”সংবাদপত্রের কালো দিবস” উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণ করেন বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক ও সম্পাদক। ১৬ই জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,দৈনিক উওরকোন এর প্রকাশক, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু,বিশেষ অতিথি বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার প্রকাশক ও সম্পাদক,জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু।সিনিয়র সাংবাদিক আমি সাজ্জাদ আলী সন্তোষ এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন, মহসিন আলী রাজু,দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা। সৈয়দ ফজলে রাব্বি ডলার,এম আর সাইন,টিএম মামুন,সুমন সরদার,প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস। উপস্হিত ছিলেন দৈনিক মহাস্হান পত্রিকার প্রকাশক ও সম্পাদক তানভীর আলম রিমন,দৈনিক সকলের খবর এর সম্পাদক অলিউর রহমান দোয়েল
অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার,সাংবাদিকদের ব্যাপক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরকোণ-এর প্রকাশক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বগুড়া-র প্রকাশক ও সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু।
সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদ আলী সন্তোষ। আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মহসিন আলী রাজু, দৈনিক প্রত্যাশা প্রতিদিন-এর সম্পাদক সেলিম রেজা, সৈয়দ ফজলে রাব্বি ডলার, এম আর সাইন, টিএম মামুন, সুমন সরদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক মহাস্থান পত্রিকার প্রকাশক ও সম্পাদক তানভীর আলম রিমন, দৈনিক সকলের খবর-এর সম্পাদক অলিউর রহমান দোয়েল সহ জেলার কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৬ই জুনের কালো অধ্যায়ের নিন্দা জানান এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান। তারা বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।