
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনটে অগ্নিকান্ড বসতবাড়িসহ চারটি গরু ও দুটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামে এই অগ্নিকান্ড ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে গোয়াল ঘ্ের গরু ও ছাগল রেখে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন কৃষক আনোয়ার হোসেন। রাত ১২টার দিকে তিনি ঘর থেকে বাহিরে বের হয়ে গোয়ালঘরে আগুন জ¦লতে দেখতে পান। পরে তিনি চিৎকার করলে প্রতিবেশিরা এসে একপর্যায়ে আগুন নিভিয়ে ফেললেও কৃষক আনোয়ার হোসেনের চারটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়। এছাড়া ওই আগুনে প্রতিবেশি দিনমজুর নাসিম উদ্দিনের বসতবাড়িও পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ওই দুই পরিবারের প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন এতথ্য নিশ্চিত করে জানান, অগ্নিকান্ড পরপরই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। কিন্তু ততক্ষনে তাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি সহায়তা পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।