
বগুড়া সংবাদ: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে বীর উত্তম এর শাহাদাত বার্ষিকীতে বগুড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সোমবার বেলা সাড়ে ১১ টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের খান্দার বাজার এলাকায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এড. আব্দুল মতিন মন্ডল, জেলা বিএনপির সাবেক তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, পিটু, সৈয়দ আব্দুল গফুর দারা, সাবেক মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম রঞ্জনা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সভাপতি আতিকুজ্জামান সজীব, সাবেক জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহুরুল ইসলাম পলাশ, সাহেদুল ইসলাম রবি, সোহেল শাহরিয়ার, সোহেল রানা সুমন, শফিকুল ইসলাম শফিক, মিকি, সামিয়া, জলিল, খোরশেদ, কিসু, বিপুল, নূর মোহাম্মদ রাঙ্গা, শহিদুল ইসলাম, ওয়াহাব, দেলোয়ার হোসেন, ডন, জেলা ছাত্রদল নেতা অভি, নাহিদ, আরিফিন প্রমুখ।