
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শহর ফাঁড়ির পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের সাইলোর পশ্চিম পাশে মালশন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, গত রোববার দিবাগত ভোর রাতে উপজেলার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের সাইলোর পশ্চমে মালশন এলাকায় সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেন। এরপর সকালে উল্লেখিত স্থান থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর একটি টিম এসে তার মরদেহটি শনাক্ত করার কার্যক্রম চলছে। তবে সে দুর্ঘটনায় নিহত না তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে পরিচয় মিললে তার পরিবারের নিকট থেকে প্রকৃত কারণ জানা যাবে।