
বগুড়া সংবাদ :বগুড়ার দুপচাঁচিয়ায় বাংলাদেশ স্কাউটস ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুন রোববার দুপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও সাবেক উপজেলা কাব লিডার সহকারী শিক্ষক জিয়াউল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম হোসেন ,বাংলাদেশ স্কাউট বগুড়া জেলার কমিশনার মোস্তাফিজুর রহমান মজনু, সম্পাদক শাহিনুর ইসলাম, উপ-পরিচালক শর্মিলা দাস, বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা আহŸায়ক সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, সাবেক সভাপতি প্রধান শিক্ষক মাহমুদুর রশিদ, সাবেক কমিশনার প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, সাবেক গ্রুপ কমিটি সভাপতি প্রধান শিক্ষক বেলাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সাবেক সম্পাদক আব্দুস সালাম, সাবেক কোষাধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এলটি খলিলুর রহমান, আঞ্জুমান আরা। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশের স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা শাখার ত্রৈ-বার্ষিকী কাউন্সিলে যারা নির্বাচিত হলেন সভাপতি উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান পদাধিকার বলে, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদাধিকার বলে, সহ -সভাপতি অধ্যাক্ষ রেজাউল করিম, অধ্যাক্ষ ইউসুফ আলী, প্রধান শিক্ষক গোলাম রব্বানী, কমিশনার প্রধান শিক্ষক বেলাল হোসেন, সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ জিয়াউল হক, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, গ্রæপ সভাপতি প্রধান শিক্ষক আতাউর রহমান ,প্রধান শিক্ষক মনসুর রহমান ফজলু, প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, প্রধান শিক্ষক আব্দুল হাকিম ।