
বগুড়া সংবাদ: বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও শৈলী ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনৈতিক কার্যকলাপের অভিযোগে চারজন ছেলে ও চারজন মেয়েকে আটক করা হয়েছে। রবিবার (১ জুন) বেলা ১১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, শৈলী ফুড পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টটির আড়ালে বসার ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু যুবক-যুবতী অনৈতিক কর্মকান্ড চলছিল। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে তাদের আটক করে অভিভাবকদের ডেকে এনে সতর্ক করা হয়। পাশাপাশি রেস্টুরেন্ট মালিককেও ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়ক সংক্রান্ত বিধিনিষেধ না মানাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, শৈলী ফুড পার্ক অ্যান্ড চাইনিজকে ৪০ হাজার টাকা এবং দই মেলাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম অভিযানকে সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা।