
বগুড়া সংবাদ :‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, চলুন সবাই সচেতন হই’ এই শ্লোগান নিয়ে দুপচাঁচিয়ায় উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত ৩১মে শনিবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ আজিজুর রহমান, সহসভাপতি মাওঃ জোয়াবের রহমান, উপজেলা হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী মাওঃ জিয়াউল হক, সহসেক্রেটারী মাওঃ দেলোয়ার হোসেন, সম্পাদক মাওঃ সালমান ফারসি, সহসম্পাদক মাওঃ এখলামুর রহমান, মহতামীম আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, অধ্যাপক শাহজাহান তালুকদার, আবু রায়হান, আব্দুল লতিফ সহ ওলামা পরিষদের স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনসাধারণ।