
বগুড়া সংবাদ : অদ্য ৩০ শে মে ২০২৫ শুক্রবার দুপুর ৩টায় মালতি নগর মন্ডল বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জনাব শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মহল্লার “শান্তি ,শৃঙ্খলা , নিরাপত্তা কমিটি“ মালতি নগর পশ্চিম ব্যাংক পাড়া বগুড়া নামে নামকরণ করা হয়। নবীউল ইসলাম নয়ন কে সভাপতি দিলবর রহমান বাদশাকে সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলামকে কোষাধক্ষ্য নির্বাচিত করা হয় ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন গোলাম রব্বানী, বজলুর রশিদ ,আব্দুল খালেক ,আব্দুল বাতেন ,আব্দুর রহিম প্রমুখ।