
বগুড়া সংবাদ : ভেটেরিনারী প্রিমিক্স ম্যানুফ্যাকচারার্স এ্যাসেসিয়েশন (VPMA) বগুড়া বাংলাদেশ এর নির্বাচনে সভাপতি এস.এম শফিউল্লাহ(অপু) ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুল আলম এবং কোষাধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন নির্বাচিত। ২৯ মে রাতে বগুড়ার একটি কমিউনিটি সেন্টারে ভেটেরিনারী প্রিমিক্স ম্যানুফ্যাকচারার্স এ্যাসেসিয়েশন (VPMA) বগুড়া বাংলাদেশ এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ টি পদের মধ্যে তিনটি পদে ভোট হয়। তিনটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে এস এম সফিউল্লাহ অপু ও মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক পদে মাহফুল আলম ও ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে বিশ্বজিত চন্দ্র দাস ও মোঃ হেলাল উদ্দিন প্রতিদন্বিতা করেন। ৩২ জন ভোটারে মধ্যে ৩২ জন উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে ফলাফল ঘোষনা করেন বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসার (DLO) ড. আনিছুর রহমান। সভাপতি পদে এস এম সফিউল্লাহ (অপু) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মশিউর রহমান পান ১৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মাহফুল আলম ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ মোঃ নজরুল ইসলাম পান ৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মোঃ হেলাল উদ্দিন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বজিত চন্দ্র দাস পান ১৩ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সহ-সভাপতি মোঃ রমজান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ বরকত উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সৈয়দা বিপাশা মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ গোলাম ইয়াছিন, মোঃ ইমাম হোসেন ও মোঃ জুলফিকার ইসলাম। নির্বাচন পরিচালনা করেন শাহ জামান মিঠু, মোঃ জাহাঙ্গীর আলম, আনন্দ শাহ।