সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া সংবাদ: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
সোমবার (২৬মে) রাতে নয়ন মিয়া বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। নয়ন মিয়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার পলাশ মিয়ার ছেলে।
বুধবার (২৮ মে) বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

বাদী মামলায় উল্লেখ করেন, গত ৪ আগস্ট আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোঁটা, নিয়ে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করেন। ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলিতে আঘাতে প্রাপ্ত হয়।

Check Also

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ৬ দিনের রিমান্ডে

বগুড়া সংবাদ :রোববার (২২ জুন) দুপুর তিনটার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *