সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম। বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার ইমরান নাজীর, বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন সাব সেন্টারের অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. আসমা উল হুসনা, বগুড়া জলেশ^রীতলার টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক নাসরীন আখতার, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: জেসমিন আরা।
সভায় বলা হয়, শিশু বা বয়স্কসহ সকলের জন্য নিরাপদ ও পুষ্টি খাবার পরিমানমত গ্রহণ করতে হবে। অতিরিক্ত পুষ্টি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পরিমান ও পুষ্টিকর খাবার গ্রহণ করার মধ্যে দিয়ে প্রতিটি মানুষের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। এই পুষ্টিকর খাবার গ্রহণের নিয়ম, তৈরীর নিয়ম সবই প্রচার করে শিশু, পরিবারের সদস্য, সাধারণ মানুষেকে জানাতে হবে। সামাজিক নিরাপত্তা ও শিশু পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি, মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার, প্রবীণ পুষ্টির প্রতিও গুরুত্ব দিতে হবে। প্রচার প্রচারনায় যতটা মানুষের কাছে পৌঁছাবে ততটায় সচেতন হবে। সভায় বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মকর্তা, কর্মচারি, পুষ্টি বিষয়ক কর্মী, শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ২৮ মে থেকে ৩ জুন পুষ্টি সপ্তাহের প্রথম দিনে ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ বিষয়ক প্রতিপাদ্যের উপর আলোচনা করা হয়। ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা শেষে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Check Also

বগুড়ার যুবলীগ নেতা মতিন সরকার ৬ দিনের রিমান্ডে

বগুড়া সংবাদ :রোববার (২২ জুন) দুপুর তিনটার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *